
র্যাব ফেনী ক্যাম্প কমান্ডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতেহপুর দেয়ানগঞ্জ রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে রাজনকে একটি পিস্তল ও ৪টি গুলিসহ গ্রেফতার করা হয়। আটক কৃত রাজন শর্শদী এলাকার শহিদুল্লার ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মহাসড়কে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, শুক্রবার রাতে সন্ত্রাসী রাজন ও এনামুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ দুর্বৃত্ত ফতেহপুর রেলওভারপাস ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান শিপু পিবিএলের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। পরে প্রতিষ্ঠানটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। এসময় এক প্রকৌশলীসহ দুজনকে অপহরণ করে পরে প্রশাসনের চাপে দুজনকেই ছেড়ে দেয় সন্ত্রাসীরা এই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।