
কাফি দিদার->>>
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে (৬ লেইন প্রকল্প) নির্মাণে ফেনীর মহিপাল অংশে জমি অধিগ্রহন বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের মহিপালে যাত্রাবিরতীকালে জায়লঙ্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে মন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে এ নির্দেশ দেন।
এ সময় তিনি ৪ লেন প্রকল্পের উপরে উড়াল সেতু নির্মাণের ঘোষনা দেন।
সূত্র জানায়, রাজধানী ঢাকার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই এই ২২০ কিলোমিটার এক্সপ্রেস ওয়ে (৬ লেইন) নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়। এর অংশ হিসেবে মহাসড়কের পাশে নতুন করে ৩শ ফুট ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়।