

আলোকিত সময় ডেক্স->>>
জার্মানির বার্লিনে চলছে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী আইএফএ সেখানে সনির যে পণ্যটি সবার আলোচনার কেন্দ্রে এসেছে সেটি হলো প্রজেক্টরে ফুটে ওঠা এই ছবি রীতিমতো টাচস্ক্রিনের মতো কাজ করবে। তাই দেয়ালের ওপর হাত দিয়েই ইন্টারনেট ব্রাউজিং কিংবা গেম খেলার মতো কাজ করা যাবে।
সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত টাচস্ক্রিন সক্রিয় পর্দা সৃষ্টি করা যাবে এক্সপেরিয়া পর্দার মাধ্যমে। অন্যদিকে প্রজেক্টরের সঙ্গে সংযুক্ত আছে একটি বিল্ট-ইন-ক্যামেরা। ফলে ভিডিও কনফারেন্সের মতো কাজও সেড়ে ফেলা যাবে এক প্রজেক্টরেই।
প্রোটো টাইপ অবস্থায় থাকা সে প্রজেক্টরে সনি শুধু তাদের কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখায়। তবে এবার সেদিকে বেশ উন্নতি সাধন করেছে সনি।