
বিশেষ প্রতিনিধি->>>
পরশুরামে মাইন ইসলাম(১৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার উত্তর বাজারের একটি মাদ্রাসার পাশ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা।প্রেম ঘটিত কারনে এ অপমৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা।নিহত যুবক উপজেলার দুবলাচান গ্রামের বাসিন্দা।