মোটবী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুন ও ইউপি সদস্যদের গ্রহণ-আলোকিত সময়

আপডেট : September, 8, 2016, 4:58 pm

স্টাফ রিপোটার->>>

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি ও ইউপি সদস্যদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি।
মোটবী ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজাহান তারার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক সেলিম ও জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।
ইউপি সদস্য মো: ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি, ফেনী পৌরসভার কাউন্সিলর কহিনুর আলম, ফেনী চেম্বারের পরিচালক রাশেদুল হক হাজারী, কাজির বাগ ইউনিয়ন আ’লীগ সভাপতি গিয়াস উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, জেলা যুবলীগ নেতা শহীদুল আসলাম শহীদান, এম আজিমুর রহমান, এস. আলম সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, বর্তমান সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, সদর উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন, মোটবী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুদ, সেক্রেটারী রিয়াজসহ বিভিন্ন ধর্মিয়, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যাক এলাকাবাসী। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত পরিষদ ও অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে অতিথিবৃন্দ নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে ইউনিয়ন পরিষদের কাগজপত্র ও চাবি তুলে দেন।