

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি->>>
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনাগাজী পৌর যুবলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসি এনে প্রতিপক্ষের রান্না ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা এমন হিংস্রতা দেখিয়েছে রান্না করা ভাত, গোস্ত ও তরকারি পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের সোনাগাজী বাজার সংলগ্ন পান্ডব বাড়িতে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানায়, ওই বাড়ির রেশমা খাতুন গংদের সাথে একই বাড়ির পৌর যুবলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেনের পিতা আবদুর রব বগু মিয়ার সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে হাই কোর্টে বন্টনের মামলা বিচারাধীন রয়েছে। সিভিল রিভিশন নং-১২৬৫/২০১৬। দেওয়ানী আদালতে বিচারাধীন ৪৪/৯৪ নং মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য হাই কোর্ট গত ২ মে দেওয়ানী আদালতকে নির্দেশ দিয়েছেন। বুধবার সকালে রেশমা খাতুন তার রান্না ঘরে ভাত রান্না করার সময় পৌর যুবলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন, তার পিতা আবদুর রব বগু এবং আরিফের নেতৃত্বে ১০/১২ জন ভাড়াটে সন্ত্রাসি অতর্কিত হামলা চালিয়ে রেশমা খাতুনের রান্না ঘরটি ভাঙচুর করে অগ্নি সংযোগ করে। এ সময় তারা রেশমার রান্না করা ভাত তরকারি পর্যন্ত ফেলে দেয় এবং তার ছেলে রিয়াদ হোসেন বাধা দিতে চাইলে তাকেও পিটিয়ে আহত করে। এ ব্যপারে রেশমা খাতুন বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।