পরশুরাম পাইলট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র শাহাদাতের ১ দিন পর মুহুরী নদী থেকে লাশ উদ্ধার

আপডেট : September, 18, 2016, 9:28 am

বিশেষ প্রতিনিধি->>>
ফেনীর পরশুরামে মুহুরী নদীতে ডুবে শাহাদাত হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে রবিবার সকালে স্থানীয় মাছ শিকারী খুরশিদ আলম ও মোঃ দুলাল শিক্ষার্থীর লাশটি দেখে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।
শাহাদাত পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে বিলোনিয়া বাউরখুমা গ্রামের ব্যাংক কর্মকর্তা আবদুস সামাদের ছেলে।
পরশুরাম ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার বিকালে শাহাদাত হোসেন তার বোনের বাড়ি কাউতলি থেকে নিজ বাড়িতে আসার জন্য ভাগিনাসহ মুহুরী নদী পার হওয়ার জন্য নদীতে নামে। এসময় শাহদাতের ভাগিনা পার হতে পারলেও সে নিখোঁজ হয়ে যায়। রাতভর খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
রবিবার সকালে স্থানীয় মাছ শিকারী খুরশিদ আলম ও মোঃ দুলাল মাছ শিকার করতে গেলে তারা শাহাদাতের লাশটি দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে নদী থেকে তাকে উদ্ধার করে।
পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসের মোঃ মোস্তফা কামাল জানান, নদীতে পানি কম থাকলেও কিছু কিছু স্থানে পানি অনেক বেশি। সে পানিতে ডুবে গেলে আর উঠতে পারেনি।