
বিশেষ প্রতিনিধি->>>
ফুলগাজীতে রুমন নামে ধরতে গিয়ে ছাত্রলীগের হামলায আহত হয়েছেন থানার এস আই মাসুম।এ ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের ও হামলা ঘটনায় তারেক নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ জানান, রবিবার রাতে চাঁদাবাজী মামলার আসামী ছাত্রলীগ কর্মী রুমনকে ধরতে যায় পুলিশ। এ সময় তার পক্ষের লোকজন এস আই মাসুমকে মারধর করে ।
আহত অবস্থায় সে হামলায় জড়িত তারেক নামে এক ছাত্রলীগ কর্মীকে পাকড়াও করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করছেন আহত পুলিশ কর্মকর্তা ।আসামীদের ধরার চেষ্টা চলছে।