
শহর প্রতিনিধি->>>>
ফেনীতে আটক জেএমবি সদস্য আবু ওবায়দা হারুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার দুপুরে ফেনী (সোনাগাজী) আমলি আদালতের দায়রা জজ ধ্রুবজ্যোতি পাল এ আদেশ দেন।
কোর্ট পুলিশ টিএসআই রফিকুল ইসলাম জানান, আবু ওবায়দা হারুনকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসংঙ্গত, ২০১৬ সালের ৬ এপ্রিল সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে নূর হোসেন শিপন নামে এক ভোটার খুন হন। এ মামলার প্রধান আসামি আবু ওবায়দা হারুন।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।