
আলোকিত সময় ডেক্স->>> ২২ সেপ্টেম্বর ১৬
বাংলাদেশ সেনাবাহীনির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি,পিএসসি সংক্ষিপ্ত সফরে ফেনীতে পৌঁছেচেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরন করেন।এ সময় তাকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে শুভেচ্চা জানান পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।পরে সেনাপ্রধান মহিপালে সেনাবাহীনির ইঞ্জিনিয়ারিং কোরের তত্বাবধায়নে মহিপালে সিক্স লাইন ফ্লাইওভার কাজের অগ্রগতি ও ডেইরী ফার্মের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত গ্রামের বাড়ীর উদ্দেশে রওয়ানা হন।