
বিশেষ প্রতিনিধি->>>
ফেনীর দাগনভূইয়া পরিত্যক্ত একটি ব্রিকফিল্ড থেকে ফখরুল ইসলাম হৃদয় (১৮)নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার শরীরের বেশির অংশে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।পুলিশ ধারনা করছে তাকে কেউ অন্যত্র হত্যা করে ওই স্থানে রেখে গেছে।নিহত যুবক নোয়াখালীর কোম্পানীগন্জ উপজেলার সিরাজপুর গ্রামের জামাল উদ্দিন ভূঁইয়া বাড়ির আবদুল মুনাফের পুত্র।
দাগনভূইয়া থানার ওসি তদন্ত আনোয়ারুল আজিম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার সংলগ্ন এবি ব্রিক ফিল্ডের মাটির একটি স্তুপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।