
জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান নামক স্থানে মঙ্গলবার ভোরে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে পলাতক আসামী মো. ছেরাজুল হক সবুজ প্রকাশ গুরা মিয়ার (৩২) বসত ঘরের শয়ন কক্ষ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০১টি রাম দা উদ্ধার করা হয়।