

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের স্থগিত হওয়া ভোট কেন্দ্রে মেম্বার পদে আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ জুন সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনের দিন ৬নং ওয়ার্ডের চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত ও তিন পুলিশ সদস্য সহ প্রায় ১৫/২০ জন আহত হয়। এছাড়া ওই ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
উদ্ভুত পরিস্থিতিতে প্রিসাইডিং অফিসার ওই কেন্দ্র ভোট গ্রহন স্থগিত করেন।
মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফি উল্যাহ ওরফে আবুল কালাম, নুর হোসেন, আমজাদ হোসেন সুমন এবং ওমর কাউছার। তবে এ ওয়ার্ডে সব মেম্বার প্রার্থীই আ’লীগ সমর্থীত বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক সত্যতা নিশ্চিত করেছেন।