চট্রগ্রাম থেকে চুরিকৃত শিশু সোনাগাজীতে বিক্রির অভিযোগ।। ছবি তোলায় দু’নারী – পুরুষকে নির্যাতন

আপডেট : October, 12, 2016, 5:34 pm

সাইফুল ইসলাম জেনি->>>
চট্রগ্রাম থেকে চুরি করে এনে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে ৪ বছরের এক (পুরুষ) শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শিশুটির ছবি তোলায় ওই গ্রামের মোশাররফ হোসেন নামে এক যুবক (৩০) ও তার স্ত্রী আফছানা আক্তার (২৩) কে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। কোন হতভাগা মায়ের কোল খালি করে শিশুটি বিক্রি করে দেয়া হয়েছে তা কেউ জানেনা। শিশুটির ভবিষ্যত নিয়ে সচেতন এলাকাবাসী গভীর শঙ্কা প্রকাশ করেছে। এনিয়ে দু’দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গত ৩ অক্টোবর চট্রগ্রামের বাসিন্দা এক নারীর মাধ্যমে পালগিরি গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ইসলাম, আবদুল মতিনের ছেলে যুবদল নেতা নুর করিম ও কবির আহম্মদের ছেলে সাহাব উদ্দিন ৪ বছর বয়সী এক শিশুকে চুরি করে এনে বগাদানা ইউনিয়নের সাবেক মেম্বার জহির মেম্বারের ভাই নুর করিমের নিকট ৪০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করে দেয়।
এসময় খবর পেয়ে মোশাররফ হোসেন নামে স্থানীয় এক যুবক বিক্রিত শিশুটির ছবি তোলেন। ছবিটি ( ডিলিট) মুছে দিতে দুর্বৃত্তরা তাকে অব্যাহত প্রাণ নাশের হুমকি দিতে থাকে। এতে সে রাজি না হওয়ায় গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পালগিরি গ্রামের আবদুল মতিনের ছেলে নুর করিম, মোস্তফার ছেলে সাইফুল ইসলাম, সাহাব উদ্দিনের ছেলে কবির আহম্মদ, মৃত আবদুল রশিদের ছেলে দেলোয়ার হোসেন, মিজানুর রহমানের ছেলে রাজা, শাহাজাহানের ছেলে মো. মামুন, খিছড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন মাস্টার, ছাড়াইত কান্দি গ্রামের জাকির আহম্মদের ছেলে মনির আহম্মদের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসি অস্ত্রের মুখে তার বাড়ি থেকে তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এসময় তার স্ত্রী আফছানা আক্তার বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে এবং তার শ্লীলতা হানি করে দুর্বৃত্তরা। মান্দার দিঘির পাড়ে নিয়ে যুবক মোশাররফ হোসেন কে রাতভর পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তার মোবাইল ফোনটি নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মোশাররফের স্ত্রী আফছানা আক্তার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।