ফেনী জেলা পরিষদের দুর্নীতির তদন্ত শুরু

আপডেট : October, 20, 2016, 4:35 pm

বিশেষ প্রতিনিধি->>>
ফেনী জেলা পরিষদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় সরকার মন্ত্রালায়ের গঠিত তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের প্রধান লুৎফুর রহমানের নেতৃত্ব উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক সহ দুই সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেন। তদন্ত কমিটি বিগত সময়ের বিভিন্ন প্রকল্পের কাগজ পত্র পরিক্ষা নিরিক্ষা করেছেন। ফেনীর জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরীর সহযোগীতায় বিভিন্ন সময়ে পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। দুর্নীতির বিষয়ে পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পর মন্ত্রাণালয় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদেরকে তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে। বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যদের ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ সহযোগীতা করেন। তদন্ত শেষে তদন্ত কমিটির প্রধান লুৎফুর রহমান জানান, দীর্ঘ সময় বিভিন্ন কাগজ পত্র পর্যালোচনা করে কিছু অনিয়মের নমুনা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদনে তা প্রকাশ করা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ফেনী জেলা পরিষদের সাবেক প্রকৌশলী আফসার হোসেন দায়িত্ব থাকাকালে নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিষদের প্রশাসকের সহযোগীতায় ক্ষমতাসীন দলের ঠিকাদারদের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করে বলে অভিযোগ উঠে। যদিও জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী দুর্নীতি ও অনিয়মে তার সহযোগীতার বিষয়টি অস্বীকার করেছেন।