তুলাবাড়িয়ার হাতুড়ে চিকিৎসক মনিষ দাসের অপচিকিৎসায় পঙ্গু হয়ে গেল অসহায় শ্রমিক ফুল মিয়া

আপডেট : October, 28, 2016, 2:32 pm

fb_img_1477657877299জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী শহরতলীয় পেট্রো বাংলা সংলগ্ন তুলাবাড়িয়ার হাতুড়ে চিকিৎসক মনিষ দাসের অপচিকিৎসায় পঙ্গু হয়ে গেল ফুল মিয়া নামে (৩০) এক দিন মজুর। ক্ষতিগ্রস্ত দিন মজুর জানায়, গত ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু জবাই করার সময় হুজুরের চুরিতে তার পায়ের গোড়ালীর উপর রগ কাটা যায়। তাৎক্ষণিক হাতুড়ে চিকিৎসক মনিষ দাসের দ্বারস্থ হলে তিনি ড্রেসিং করে সেলাই না করে ব্যান্ডেজ করে দেন। এদিকে তার পায়ের কাটা যাওয়া রগ পঁচন ধরে যায়। কয়েক দিন পর ফেনী সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভুল চিকিৎসার কারণে রগটি সম্পূর্ণ পঁচে গেছে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তিনি টাকার অভাবে পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ করতে পারেনি। বর্তমানে তার একটি পা পঙ্গু হয়ে গেছে। তিনি এখন ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দিন মজুর ফুল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা গ্রামের মফতুল হোসেনের ছেলে। হাতুড়ে চিকিৎসক মনিষ দাস তুলা বাড়িয়া গ্রামের লাল মোহন দাসের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ক্লিনিকে দালালি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানার জন্য হাতুড়ে চিকিৎসক মনিষের ব্যবহৃত ০১৭১৩-৬১০৭৯৩ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গত কয়েক দিন যাবৎ মনিষ দাস ও তার ভাড়াটে সন্ত্রাসিরা বিভিন্ন নাম্বার থেকে দিন মজুর ফুল মিয়া তার পরিবারের সদস্যদেরকে মামলা না করার জন্য অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে।