ফেনীতে হিউম্যান রাইটস’র উদ্যোগে বিনামূল্যে বহুমুখি কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট : October, 28, 2016, 9:22 am

ছিদ্দিক আল মামুন->>>
বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিটি বেকার যুবক-যুবতীদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য সারা দেশের ন্যায় ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে শুক্রবার সকালে বিনামূল্যে বহুমুখি কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার। সংস্থার কেন্দ্রীয় সহকারি পরিচালক ও কুমিল্লা জেলার সাধারন সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। বিশেষ অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, এইচ.আর. আর.এস ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম সরকার নিরব, সংস্থার সহকারি পরিচালক আমিনুল ইসলাম আহাদ, সারোয়ার জাহান শ্রাবণ এবং মাহমুদুল হক মামুন।