শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী মডার্ণ সেন্ট্রাল হাসপাতাল সীলগালা, অভিযোগ নবজাতক সহ প্রসূতি হত্যা

আপডেট : October, 30, 2016, 6:49 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী মডার্ণ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকসহ ফেনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সোনিয়ার মৃত্যুর ঘটনায় তান সহপাঠিদের আন্দোলনের মুখে হাসপাতালটি সীলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা হক হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দিয়েছেন।এসময় জেলা সিভিল সার্জন অফিসার ডা. ইলিয়াছ ভুঁইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঘটনার সাথে জডিতদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে ফেনী কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষির্থীরা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রসঙ্গত; ২৬ অক্টোবর রাতে প্রসূতি জান্নাতুল ফেরদাউস সোনিয়াকে ফেনী মডার্ণ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। কোন চিকিৎসক না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় অপারেশনের পর নবজাতক শিশু ও সোনিয়ার মৃত্যু হয়।