ফেনীতে ময়লার স্তুপে জীবিত নবজাতক শিশু পাওয়া গেছে

আপডেট : November, 8, 2016, 6:01 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনীতে ময়লার স্তুপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাডেমি রোডের কলাবাগান ময়লার স্তুপ থেকে ওই নবজাতককে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, ওই দিন সন্ধ্যায় ময়লার স্তুপে কান্নার শব্দ শুনে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পায় এলাকাবাসী। পরে নবজাতককে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির জানান, আবর্জনার স্তুপের পানিতে থাকার কারণে শিশুটি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছে। ফলে শিশুটির সুস্থ্য হতে ২/৩ দিন সময় লাগবে।
তিনি আরো জানান, বর্তমানে নবজাতকটিকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে ইসমাইল হোসেন সিরাজীর দায়িত্বে দেয়া হয়েছে।