ফেনীতে লাশবাহী ফ্রিজার এ্যাম্বুল্যান্স গাড়ি উদ্বোধন করেন নিজাম হাজারী এমপি

আপডেট : November, 8, 2016, 5:55 pm

জাবেদ হোসাইন মামুন ->>>
ফেনীতে প্রথম বারের মত চালু করা হয়েছে লাশবাহী ফ্রিজার গাড়ি। ৮নভেম্বর মঙ্গলবার বিকালে ফেনী রিপোটার্স ইউনিটি প্রাঙ্গনে লাশবাহী গাড়ীটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, লাশবাহী ফ্রিজার এ্যাম্বুল্যান্সের মাধ্যমে ফেনীবাসীর অফুরন্ত স্বপ্ন পূরণ হয়েছে। ফেনীতে অনেক কোটিপতি লোক আছে, কিন্তু মানুষের সেবায় কেউ এগিয়ে আসেনি। তাই লাশবাহী ফ্রিজার গাড়িটি মানুষের সেবায় নিয়োজিত থাকবে। লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটি নতুনত্ব সৃষ্টির মাধ্যমে ফেনীবাসীর আকাঙ্খা পূরণ করবে। ফেনীতে ব্যবসায়ীক পরিবেশ তৈরি হয়েছে বলে ব্যবসায়ীরা নির্বিন্ঘ ব্যবসা – বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, রিপোটার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, হাসপাতাল মালিক সমিতির নেতা আবদুল কুদ্দুস সুমন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর শুক্কুর মানিকসহ প্রতিষ্ঠানের পরিচালক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন ফেনীতে দীর্ঘদিন ধরে লাশবাহী ফ্রিজার গাড়ি না থাকায় জনসাধারণকে ধরনা দিতে হয় ঢাকা কিংবা চট্রগ্রামে। এতে ভোগান্তির মধ্যে পড়তে হয় সংশ্লিষ্টদের। এসব কিছু ছিন্তা করে জনসাধারনের উপকারের কথা মাথায় রেখে বেসরকারি উদ্যোগে প্রিয় জনের লাশ সংরক্ষণের জন্য এই প্রথম বারের ন্যায় ফেনীতে লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করার উদ্যোগ গ্রহন করে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। আশাকরি নতুন উদ্যেগ গ্রহন করে ফেনীবাসীকে সেবা দিবে এ প্রতিষ্ঠানটি।