সোনাগাজীর ছাত্রদল নেতা সৈয়দ ও যুবদল নেতা খুরশিদের নিন্দা ও প্রতিবাদ

আপডেট : November, 8, 2016, 5:38 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঞা ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা এক যুক্ত বিবৃতিতে সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক ফ্যাক আইডিতে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেন, তাদের সহধর্মিনীরা মাস্টার্স পাস করে মানুষ গড়ার ব্রতি নিয়ে মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা – বাণিজ্যে তারাও নিজ নিজ অবস্থানে থেকে ব্যক্তিগত জীবনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার চেতনা বুকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে থেকে রাজনীতি করে যাচ্ছেন। আগামিতে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের কমিটি গঠন নিয়ে যখন সাংগঠনিক তৎপরতা চলছে, তখনই একটি মহল দুর্দিনের কান্ডারী ছাত্রদল নেতা সৈয়দ আলম ভূঞা ও যুবদল নেতা খুরশিদ আলম ভূঞার চরিত্র হনন করে কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা অপপ্রচারে কাউকে কান না দেয়ারও আহ্বান জানান তারা। নিন্ম শ্রেণির কিতপয় দুর্বৃত্ত পরস্পর যোগসাজসে তাদের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করেন, ইতোমধ্যে তারা এসব ফ্যাক আইডি ব্যাবহার কারীদের নাম পরিচয় সম্পর্কে সব তথ্য পেয়েছেন। থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করে বিটিআরসির মাধ্যমে এসব কুরুচিসম্পন্ন দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তারা জানিয়েছেন। এসব মিথ্যা অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা। যে সব হিংস্র দুর্বৃত্ত এসব মিথ্যা হিংস্র খেলায় মেতেছেন তাদের পরিবার ও নিজের চারিত্রিক বাস্তবতা সম্পর্কেও তারা অবগত আছেন বলে দাবি করেন এবং এসব হায়েনাদের বিচার দাবি করেন। তারা আরো দাবি করেন, পরিচ্ছন্ন রাজনীতিতে তারা বিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী। কোন ষড়যন্ত্রই তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম থেকে দমানো যাবেনা।