
জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারী জেলার আ’লীগ ও সহযোগি সংগঠনের সাড়ে সাতশ’ নেতা ও জনপ্রতিনিধিকে নিয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন । সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারতের পাশাপাশি মেজবান অনুষ্ঠানেরও আয়োজন করেছেন নিজাম হাজারী। সোমবার রাত ১০টার দিকে ফেনী থেকে রওয়ানা হন তারা।
জানা যায়, ফেনী জেলা আ’লীগের কার্যকরী কমিটিসহ সবকয়টি উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এবং পৌরসভার মেয়রবৃন্দ বাস যোগে আজ সোমবার রাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম হেলিকপ্টার যোগে সেখানে গিয়ে অংশ নেবেন বলে জানা গেছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করবেন তারা।
জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।