ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানের ২২ হাজার টাকা জরিমানা

আপডেট : November, 14, 2016, 5:16 am

জাবেদ হোসাইন মামুন->>>

ফেনী শহরে রবিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোহাম্মাদ আলী অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত রোববার ফেনী বড় বাজারে হানা দেয়। এসময় বিভিন্ন কোম্পানীর বাজারজাতকৃত জর্দার কোটা ও প্যাকেটে আইন অনুযায়ী ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ না লেখার পাশাপাশি ‘ছবি’ ব্যবহার না করায় বিপুল পরিমাণ জর্দা জব্দ করা হয়। ‘শুধুমাত্র বিক্রির জন্য প্রস্তুতকৃত’ লেখা না-থাকায় জর্দা বিক্রি ও মজুদ রাখার অপরাধে কমলা পট্টির- ইকবাল পান বিতানে ১ হাজার টাকা, জামান রোডে সোলায়মান স্টোরে ৫ হাজার টাকা, ইকবাল এন্টারপ্রাইজ ১ হাজার টাকা, হাবিব স্টোরে ৫ হাজার টাকা, আবছার স্টোরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।