
জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছে ৮ জন।
সোমবার দলের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।এর মধ্যে বর্তমান প্রশাসক ও জেলা আ’লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমান বি.কম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও সহ-সভাপতি খায়রুল বাশার তপন, ফেনী জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সদর উপজেলার ধর্মপুর ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজুর নাম জানা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী ২ জনের নাম জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নির্বাচনে জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, ৬ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ এবং ৫ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।