ফেনীতে দু’মাদক ব্যবসায়ীর সাজা

আপডেট : November, 21, 2016, 7:43 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনীতে দু’মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নেহাশীষ দাশ এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের মোহাম্মদ শফিকুর রহমান (২০) ও দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আবু সুফিয়ান (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনী কার্যালয়ের পরিদর্শক মো. ইকবালুর রহমান জানান, সোমবার সকালে তাদের অধিদফতরের একটি বিশেষ দল শহরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুর ও আবু সুফিয়ান নামে এ দুই মাদক বিক্রেতাকে আটক করে।
বিকেলে ভ্রাম্যমাণ ‍আদালতে আটককৃতদের হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯(১) এর ৯(ক) ধারায় শফিকুর ও সুফিয়ানকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরে তাদের ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়