ফেনীতে দেড় হাজার পাখি সহ তিন শিকারী আটক

আপডেট : November, 24, 2016, 5:43 pm

 

জাবেদ হোসাইন মামুন->>>
বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার পাখিসহ তিন শিকারীকে আটক করেছে ফেনীস্থ র‌্যাব ৭ এর সদস্যরা। বুধবার (২৩নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। আটকরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার কচুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের পুত্র রুহুল আমিন শেখ (৩২), মাদারীপুর সদর থানার বারহান্দি গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে রনি তালুকদার (৩০) ও যশোরের শার্শা থানার কাইবা গ্রামের মৃত ওমর আলী সরদারের ছেলে আতিয়ার রহমান (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ২৪টি তোতা, ১হাজার ৫০টি মদন টিয়া, ৩০২টি মুনিয়া এবং ৭৫টি শালিক উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় পাখি শিকারের বিভিন্ন ধরনের ফাঁদ।
র‌্যাব জানান, আটক পাখি শিকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাখি ধরে এনে ফেনীতে উচ্চমূলে বিক্রি করে আসছে। অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম। এ সময় তার সাথে ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট ঢাকার কর্মকর্তারা। আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।