সোনাগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনেরর পরিকল্পনা সভা

আপডেট : November, 29, 2016, 11:15 am

ছিদ্দিক আল মামুন->>>
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিনের সভাপতিত্বে ও সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ফরিদ আহম্মদ ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা হোসেন ,চরমজলিশ পুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নূরনবী, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবদুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার শরিয়ত উল্লাহ, ব্র্যাক প্রতিনিধি জালাল আহম্মদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা ফজলুল হক প্রমূখ। প্রসঙ্গত; আগামী ১০ ডিসেম্বর সারা দেশের ন্যায় সোনাগাজী উপজেলার ২১৯টি কেন্দ্রে ০ থেকে ৫ বছর বয়সী ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।