অসুস্থ্য মাহমুদুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন খালেদা জিয়া

আপডেট : November, 30, 2016, 8:18 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সদ্য জামিনে কারামুক্ত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার রাতে দেখতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়া হাসপাতালে গিয়ে মাহমুদুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।এ সময় তিনি মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ডা.ফওয়াজ হোসেন শুভসহ ডাক্তাররা এসময় মাহমুদুর রহমানের শাররিক অবস্থা সম্পরকে খালেদা জিয়াকে অবহিত করেন।দ্বিতীয় দফায় টানা সাড়ে ৩ বছরের বেশি সময় কারাভোগের কারণে মাহমুদুর রহমান নানা জটিল রোগে ভোগছেন।তার মেরুদন্ডের ৪ টি হাড়ে সমস্যা দেখা দিয়েছে। রিমান্ডে নির্যাতনের জের ধরে ফ্রোজেন সোল্ডারের কারণে ডান হাত দিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে।ডক্তারার তাকে বিশ্রামে থাকার ও বিদেশে উন্নত বিশেষায়িত চিকিৎসার ও অপারেশনের পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়া মাহমুদুর রহমানের শাররিক অবস্থার বিবরণ শুনে ও দেখে বিচলিত হয়ে পড়েন এবং তাকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেন। মাহমুদুর রহমান এসময় খালেদা জিয়ারও স্বাস্থ্যের খোজ খবর নেন। মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম, স্ত্রী ফিরোজা মাহমুদ, স্ত্রীর বড় বোন আফরোজা খান রিতা এ সময় মাহমুদুর রহমানের পাশে ছিলেন। এছাড়া উপসস্থিত ছিলেন আমার দেশ এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আমার দেশ-এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী। পেশাজীবী ও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রয়িাজুল ইসলাম রিজু,ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, সাবেক এমপি শাম্মী আক্তার প্রমুখ। সাড়ে তিন বছরের বেশি সময় জেলে থেকে আপিল বিভাগ থেকে জামিন পেয়ে কাশিমপুর কারাগার২৩ নভেম্বর জামিনে মুক্ত হয়ে সরাসরি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান। সেখানে ডাক্তাররা তাকে নিবিড় প র্যবেক্ষনে রেখে চিকিৎসা করছেন।