সোনাগাজীতে সন্ত্রাসি গুরা সবুজ অস্ত্র ও ইয়াবা সহ গ্রেফতার

আপডেট : December, 3, 2016, 8:57 am

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসি ও একাধিক মামলার পলাতক আসামি ছেরাজুল হক ওরফে গুড়া সবুজ (৩৫) কে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান নামক স্থানের লকুর বাড়ি থেকে শুক্রবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তার শয়ন কক্ষের খাটের উপর তোষকের নীচ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও মাদকগুলো উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার এসআই আবুল খায়ের ও ডালিম কুমার বাদি হয়ে অস্ত্র ও মাদক আইনে সোনাগাজী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওসি মো. হুমায়ুন কবির তাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গুড়া সবুজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।