

জাবেদ হোসাইন মামুন->>>
দুর্জয় তারুণ্যে, বিজয়ের চেতনায়, দুর্নীতি করব না, দুর্নীতি সইব না’ প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি র্যালি ও আলোচনা সভা করেছে। বুধবার সকাল ১০টার দিকে ডাকবাংলো থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য র্যালি সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মাঠে মিলিত হয়। এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু নিতাই চরণ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. নুর উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী মো. আবু সুফিয়ান।