

সংবাদ বিজ্ঞপ্তি->>>
১৯ ডিসেম্বর: ফেনীর আলইহসান মাল্টিপারপাসের সহ-সভাপতি জাফর সেলিমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা । সোমবার সকালে ফেনী প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন করেন গ্রাহকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অভিযোগ করে বলেন, জাফর সেলিম আমাদেরকে প্রতি মাসে ১২% হারে প্রতি ১লক্ষ টাকায় ১২৫০ টাকা করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে সঞ্চয়ের নামে কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা প্রতারকের ফাঁসি চাই।
অনেক সঞ্চয়দাতা জায়গা-জমি বিক্রি করে জাফরকে টাকা দিয়ে এখন পথে নেমেছে। এসব ঘটনায় জাফর সেলিমের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও সমবায় অধিদফতরে মামলা রয়েছে।
ক্ষতিগস্হরা জাফর সেলিম বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছে ।