

ছিদ্দিক আল মামুন->>>
সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা সম্মাননা ২০১৬ লাভ করেছেন। গত ২৩ ডিসেম্বর শেরে- বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহসচিব মো. আরকে রিপন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
এ সম্মাননা লাভ করায় ওই স্কুলের শিক্ষক-কর্মচারীরা ২৬ ডিসেম্বর সোমবার সকালে শিক্ষক মিলনায়তনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সহকারি প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন কর্মকারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সুলতান আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সম্মাননা প্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সিনিয়র শিক্ষক মো. এরশাদ উল্যাহ, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, কাউন্সিলর শেখ মামুন, স্কুলের প্রধান অফিস সহকারি সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দত্ত, ছেরাজুল হক, মহি উদ্দিন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, নুরুল আমিন খোকন, সাহেদ উদ্দিন, আরিফুল ইসলাম রুবেল সহ কর্মচারীবৃন্দ।