
জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুরে দলীয় প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২৭) নামের এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মমতাজ মিয়ারহাটে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই গ্রামের মাহমুদুল হকের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সি জানান, বিজয় মেলার টাকা নিয়ে স্থানীয় যুবলীগ কর্মী রুবেল ও ভুট্টোর সঙ্গে সোহেল রানার বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রুবেল ও ভুট্টো সোহেল রানাকে কুপিয়ে আহত করলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত রয়েছে।