
আলোকিত সময় ডেক্স->>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক,দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি,সাপ্তাহিক ফেনীর আলোর সম্পাদক শুকদেব নাথ তপনের পিতা মনোরঞ্জন নাথের মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন |ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার এক বিবৃতীতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন | শুক্রবার দুপুরে মনোরন্জন নাথ ঢাকা মনোরামা হাসপাতালে মারা গেছেন।