সোনাগাজী আল-হেলাল একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

আপডেট : January, 28, 2017, 12:36 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী আল-হেলাল একাডেমীর ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হকের সভাপতিত্বে ও মাস্টার সেলিম আল দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. হুমায়ূন কবির, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ- সম্পাদক নুর নবী ভুঁইয়া রাজু, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া, শেখ আব্দুল হালিম মামুন, আইয়ুব আলী খান, মনিহার বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা ফয়েজ সেলিম, মফিজুর রহমান খোকন, নান্টু মিয়া, প্রমুখ। পরে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী মডেল থানা জামে মসজিদের সাবেক খতিব মাও. মাহবুবুর রহমান হামিদী।