
কোট প্রতিনিধি- >>>
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার সম্পাদক ও প্রকাশক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ফেনী- ২ অাসনের সাংসদ ও জেলা অাওয়ামীলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ।রবিবার সকালে ফেনী জেলা জজ আদালতের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের অাদালতে নিজাম হাজারী হাজির হয়ে মামলাটি দায়ের করেন।রবিবার দুপুর ২ টায় এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা যায়।মামলায় ওই পত্রিকার রিপোর্টার মামুনুর রশিদসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
এর আগে ইকবাল সোবহান চৌধুরীর সম্পাদিত ডেইলি অবজারভার পত্রিকায় নিজাম হাজারী এমপিসহ সরকার দলীয় ৪ এমপির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ পরিবেশিত হয় । যা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে ।শনিবার ফেনীর একটি পত্রিকার অনুষ্ঠানে বিষয়টি নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর কঠোর সমালোচনা করেন নিজাম হাজারী এমপি।