

বিশেষ প্রতিনিধি->>>
ফেনীর দেবীপুরে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রথম বারের মত তাবলিগ জামায়াত আয়োজিত তিন দিন ব্যাপী জেলা ইজতেমা।ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমার মাঠের প্যান্ডেল, মঞ্চ, ওযু, গোসলখানা ও পায়খানা-পশ্রাবখানাসহ আনুসঙ্গিক সকল কাজ সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। এজতেমা বাস্তবায়ন কমিটি কাজের তদারকি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর মাওলানা যোবায়েরের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ফেনী জেলা ইজতেমা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিন ব্যাপী এই ইজতেমা। ইজতেমার মাঠ তৈরির প্রস্তুতি কাজে তাবলিগ জামাতের সাথীদের সাথে স্বেচ্ছাশ্রমে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থী বিভিন্ন শ্রেনী-পেশার ২ থেকে ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করতেন। একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন বিভাগের কাজের মাধ্যমে সম্পন্ন হয় সকল প্রস্তুতি। ৬ লাখ বর্গফুট মাঠ জুড়ে টানানো হয়েছে প্যান্ডেলের সামিয়ানা।ইতিমধ্যে বয়ানের মঞ্চও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ১২টি পাম্প, ৮শ টয়লেট ও ৬শ পেশাবখানা নির্মাণ করাহয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাঠের চারপাশে পাঁচটি ওয়াচ টাওয়ার নির্মাণ ও একটি পুলিশ কন্ট্রোলরুম করা রয়েছে।ইজতেমার মাঠে থাকছে ফায়ার সার্ভিসের বিশেষ ট্রিম। ফ্রি চিকিৎসা সেবা দিতে ফেনীর কয়েকটি প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। ইজতেমার মাঠে নামাজের কাতারের জন্য রেখা দেওয়া শেষ হয়েছে।এছাড়া এলাকাভিত্তিক মুসল্লিদের জন্য তৈরী করা হয়েছে ১১টি খিত্তা। ময়দানের চারপাশ দিয়ে ১০টি প্রবেশপথ রাখা হয়েছে। বিদেশী মুসল্লীদের জন্য বয়ান মঞ্চের নিকটে তৈরি করা হয়েছে টিনশেডের ১টি কামরা। ওই কামরায় শতাধিক মুসল্লী অবস্থান করতে পারবেন। এরপাশে রয়েছে রান্নার চুলা। প্যান্ডেলে টানানো হবে ৩০টি মাইক ও মাঠের আশপাশজুড়ে টানানো হবে ১৫টি মাইক। ইজতেমার আমীর হাফেজ মাওলানা নুর উদ্দিন বলেন, ইজতেমার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে ফেনীর এজতেমায় বিদেশী মেহমান হিসেবে মাওলানা সায়াদ উপস্তিত থাকবেন বলে জানা যায়।