

ডেস্ক রিফোর্ট->>>
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকালে দেশটির কেপটাউন শহরে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের নুর উল্যাহ সওসদাগর ভূঞা বাড়ির বদিউজ্জামানের ছেলে। সাত ভাই বোনের মাঝে সে সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ওইদিন নিজ দোকানের জন্য মালামাল কিনতে দু’জন সহকারীসহ কেপটাউনে যায়। ফেরার পথে । সন্ত্রাসীরা তাদের গাড়ির গতিরোধ করে সবকিছু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সে সন্ত্রাসীদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তারা সাইফুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে। দুটি গুলি সাইফুলের মাথায় লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাইফুল ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় যায় বলে জানা গেছে। নিহতের পিতা বদিউজ্জামান জানান, সাইফুলের লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে। তিনি এব্যাপারে সরকারের সহায়তাও কামনা করেন।