সোনগাজী পৌরসভার মেয়র খোকনের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দিল একদল ত্রাণ কর্মী

আপডেট : September, 22, 2017, 2:21 pm

 

জাবেদ হোসাইন মামুন->>> মিয়ানমারের সেনাবাহিনীর চরম নিষ্ঠুরতার শিকার রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন একদল ত্রাণকর্মী নিয়ে শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সোনাগাজী ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. মো. নুর উল্যাহ, সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. বেলায়েত হোসেন এবং যুবলীগ নেতা এহতেশামুল হক সুমন প্রমূখ। রওয়ানার দেয়ার প্রাক্কালে তারা রোহিঙ্গা মুসলিম ও দেশবাসীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেন। শনিবার সকালে টেকনাফের উখিয়ার শরনার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে তারা ঔষধ, নগদ টাকা সহ ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন। মানবিক বিপর্যয়ের শিকার রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরণ করে তারা যেন নিরাপদে আবার ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।