এসএসসির আগে বিয়ে ও মোবাইল নয় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সাংসদ নিজাম হাজারী

আপডেট : January, 6, 2018, 5:48 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করলে অন্তত এসএসসি পরীক্ষা পাসের পূর্বে কোন মেয়েকে বিয়ে দিবেননা এবং তাদের হাতে কোন ধরনের মোবাইল ফোন দিবেননা। একজন পিতা-মাতা কত কষ্ট করে সন্তানদের লালনপালন করেন। সেটা পিতা-মাতা ছাড়া কেউ বুঝতে পারবেনা। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন বেগম খালেদা জিয়া ফেনীর মেয়ে হিসেবে ফেনী জেলায় যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, সে ধরনের উন্নয়ন করা হয়নি। সব ধরনের উন্নয়ন থেকে ফেনীবাসী বঞ্চিত ছিল। ফেনীর ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেনীতে বিশ্ববিদ্যালয়ের অনুমোধনের আবেদন করলে তিনি ফেনীতে বিশ্ববিদ্যালয় করে দেয়ার সুযোগ করে দেন। বর্তমান সরকারের আমলে ফেনী সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দাগনভূঞায় মহিলা কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন একজন সন্তান লাল-পালন করতে কত যে কষ্ট করতে হয়, তা আমি একজন পিতা হিসেবে সে কষ্ট অনুধাবন করতে পেরেছি। কারন আমিও একজন সন্তানের পিতা। তাই আপনাদের সন্তান যেন বিপথে না যায়, সেদিকে সর্বাত্মকভাবে স্বচেষ্ট থাকবেন। আপনার সন্তান যদি দরজা বন্ধ করে পড়ালেখা করে তাহলে সে দরজা বন্ধ করে কি পড়ালেখা করছে নাকি মোবাইলে কথা বলছে সে বিষয়ে সবসময় সতর্ক দৃষ্টি রাখবেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা ফেনী জেলায় শান্তি প্রতিষ্ঠা করেছি। ফেনীতে এখন কোন সন্ত্রাসি ও চাঁদাবাজের স্থান নাই। শনিবার দুপুরে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যলয় মাঠে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিখা সেন গুপ্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, দাগনভূঞা পৌরসভার মেয়র মো. ওমর ফারুক খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, রামনগর ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ।