সারাদেশে ধর্ষণের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন

আপডেট : April, 8, 2018, 7:29 pm

 

জাবেদ হোসাইন মামুন->>>
সারাদেশে বেড়ে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়াসহ ধর্ষনের জন্য গড়ে উঠা পরিবেশ নিয়ন্ত্রণের দাবিতে ফেনীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘সচেতন ফেনীবাসী’ ও ‘আমরা ফেনীবাসীর’ ব্যানারে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠক আমের মাক্কির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সাংবাদিক আবু তাহের ভুঁইয়া, ফেনী প্রেসক্লাবের ভাপতি আজাদ মালদার, মুদ্রণ মালিক সমিতির সাধারন সম্পাদক আরিফুল আমিন রিজভী ও সাংস্কৃতিক সংগঠক ইকবাল আহমেদ পরাণ মহিম উদ্দিন পৃথিবী, মঞ্জিলা মিমি, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সাইফুদ্দিন রাশেদ, আরাফাত খান, আয়েশা আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনের সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষনরোধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষকরা যেনো অবৈধ উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। এছাড়াও ধর্ষণ প্রতিরোধে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ করার দাবি জানানো হয়।