হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আলোচনা সভা ও ইফতার মাহফিল-আলোকিত সময়

আপডেট : June, 2, 2018, 7:05 pm

স্টাফ রিপোর্টার->>>
অান্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ফেনী জেলা শাখার উদ্যোগে রমযানের ফজিলত ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।


সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার এর সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিক অাল মামুন, লেখক, গবেষক ও রাজনৈতিক, অর্থনীতিক বিশ্লেষক স.ম শাহ আলম, সোনাগাজী ইউপি চেয়ারম্যান শামসুল অারেফিন, জাতীয় কবিতা পরিষদের জেলা প্রতিনিধি ইকবাল চৌধুরী, নজরুল একাডেমি ফেনী শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, ফুলগাজী প্রেসক্লাব সভাপতি কবির আহমেদ নাছির, ব্যাংকার ও মানবাধিকার নেতা কৃঞ্চ পদ দাস, সংস্থার সহকারি পরিচালক মোহাম্মদ ইউছুফ, জেলা সমন্বয়ক কবি ইসহাক মজুমদার, সোনাগাজী উপজেলা সভাপতি অাফতাব হোসেন মোমিন ভুঞা,

ছাগলনাইয়া উপজেলা সাধারন সম্পাদক অাবুল কালাম, সোনাগাজী সাহিত্য ফোরামের সভাপতি গাজী মো. হানিফ , প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক উপজেলা সভাপতি মাস্টার অামির হোসেন, সমাজসেবক মফিজুর রহমান খোকন, রিপোর্টার গাজী মো. উল্যাহ, সাহিত্য পত্রিকা শব্দ’র নির্বাহি সম্পাদক হেলাল শাহাদাত, আজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন, ফেনীর ডাক প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যাবসায়ী ও মানবাধিকার কর্মী রিয়াদ হোসেন, মো. দাউদ খান ।
ফেনীর অতিথি চাইনিজ রেষ্টুরেন্টে ২জুন ২০১৮ ইং শনিবার বিকেলে অনুৃষ্ঠিত সভায় সমাজসেবক, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে মানবাধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের সচেতন মহলকে এগিয়ে অাসার জোর দাবি জানান।