দাগনভূঞায় জনপ্রিয় হচ্ছে ভাসমান বীজতলা

আপডেট : September, 14, 2018, 3:13 pm

স্টাফ রিপোর্টার->>>

ফেনীর দাগনভূঞায় জনপ্রিয়হচ্ছে ভাসমান বীজতলা।
জলাশয়ে এ বীজতলা তৈরি করতে কৃষকদের মাঝে উৎসাহ পাচ্ছে। এটি পরীক্ষামূলক উপজেলার ইয়াকুবপুরে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ইয়াকুবপুরের কৃষক নুর ইসলাম ভাসমান বীজতলা তৈরি করেছেন। কৃষক নুর ইসলাম জানান, প্রথমে পানিতে কলার
ভুরা দিয়ে বেঁধে তারপর উপরে কচুরিপনা দিয়ে গ্যাপ পুরন করার পর মাটি সমান করে বীজ ছিটিয়ে দিতে হয়। ১৫ থেকে ২০ দিনে চারা পরিপূর্ণতা লাভ করে।

দাগনভূঞা উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বোর্ড অফিস সংলগ্ন
এলাকায় এ বীজতলা তৈরি করা হয়। মূলত বন্যা ও আপদকালীন সময় ভাসমান বীজতলা ক্ষতিগ্র¯’ কৃষকদের বীজ সংকট মেটায়। গত কয়েক বছর আগাম বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বন্যা পরবর্তী রোপা আমন আবাদ করলে কৃষকরা
লাভবান হতে পারে। বিশেষ করে এই চারা রোপনে ফলন ভালো হয়। দামও বেশি। উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ
বলেন, এধরনের চারা আপদকালিন চারা হিসেবে কৃষকদের কাজে লাগবে। এ বছর পরীক্ষামূলকভাবে বীজতলা তৈরি করা
হয়েছে। সেখানে ২০ দিনে পরিপূর্ণ চারা তৈরি হয় এবং রোপনের উপযুক্ত হয়। এতে করে কৃষকদের মাঝে সাড়া পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, সরকারী সহায়তায় ভাসমান বীজতলার এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এবার উপজেলা ইয়াকুব পুর ইউনিয়নে পরীক্ষামূলকভাবে বীজ তলা তৈরি করা হয়েছে। আগামীতে উপজেলা সব ইউনিয়নে করা হবে।