স্টাফ রিপোর্টার->>>
চারপাশে ময়লা নাই-এমন একটা দেশ চাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ পালিত হয়।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেনীর দাগনভূঞা উপজেলা সহ একযোগে সারা বাংলাদেশে দেখটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ পালিত হয়।
দাগনভূঞা উপজেলা নব-দিগন্তের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাগরের তত্বাবধানে উক্ত পরিষ্কার করি দিবস পালিত হয়।
উক্ত দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি জানান, কাজ গুলো সফল ভাবে শেষ করা হয়। অপরিষ্কার-অপরিচ্ছন্নতার মূল কারণ অসচেতনতা। আজ আমাদের নিজ হাতে পরিষ্কার করাটা মূল লক্ষ্য ছিলো না। মূল লক্ষ্য ছিলো মানুষকে সচেতন করা। তাদেরকে দেখিয়ে দেয়া,শিখিয়ে দেয়া। নিজ হাতে তাদের অবস্থানের জায়গাকে পরিষ্কার করাটার মানে হচ্ছে তাদেরকে উৎসাহিত করা। দেশটা আমাদের, এদেশের সকল ভালো-খারাপ, কুৎসিত-সুন্দর আমরাই ভোগ করি। এই দেশ পরিষ্কার করার জন্যে কোন নির্ধারিত দিনের প্রয়োজন আছে বলে মনে হয় না। সবাই সকলের অবস্থানের অংশটা পরিষ্কার রাখলেইতো হয়। তাহলে পুরো দেশই বদলাতে সক্ষম হবে। আমাদের উদ্দেশ্যই এটা। সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে তাদের অংশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকে।
তাই আসুন সকলে সম্মিলিত হয়ে দেশটাকে পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সহযোগীতা করি।ভালো থাকি,সুস্থ থাকি।
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595