

প্রেস বিজ্ঞপ্তি->>>
বিশিষ্ট ব্যাবসায়ী ফ্রিডম ওভারসিজ ও ফ্রিডম এভিয়েশনের মালিক কফিল উদ্দিন মজুমদার বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা)র নব নির্বাচিত কমিটিতে সদস্য কল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি ছাগলনাইয়ার পৌরসভার হিছছরা গ্রামের দুলাগাজী মজুমদার বাড়ীর মরহুম বাদশাহ মিয়ার একমাত্র সন্তান।