
জাবেদ হোসাইন মামুন->>>
“নিজের নিরাপত্তা সর্বাগ্রে, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ আমাদের দায়িত্ব” স্লোগানকে সামনে নিয়ে স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোনাগাজীতে র্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সোমবার সকাল ১০টায় পৌর শহরের জিরোপয়েন্টে থেকে র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মমিন।