সোনাগাজীর বিভিন্ন ইউনিয়নে লেমিনেটিড জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

আপডেট : October, 22, 2018, 6:00 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ শুরু হয়েছে। সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাঈনুল হক ও ফেনী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন।
উপজেলার ৯টি ইউনিয়নে ২০১৩ – ২০১৭ সাল পর্যন্ত ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৩১ হাজার ৫১৫ জন নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র বিতরণ আজ ২২অক্টোবর সোমবার থেকে শুরু হয়ে চলবে ১ নভেম্বর পর্যন্ত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক বলেন ২২সোমবার উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩ হাজার ৪১৪জন, ২৩ অক্টোবর বগাদানা ইউপি কার্যালয়ে ৩ হাজার ১৭১জন, ২৪ অক্টোবর মঙ্গলকান্দি ইউপি কার্যালয়ে ২ হাজার ৫৭১ জন, ২৫ অক্টোবর চরদরবেশ ইউপিতে ৩ হাজার ৬০৮জন, ২৭অক্টোবর, সোনাগাজী সদর ইউপিতে ২ হাজার ৩০১জন, ২৮অক্টোবর নবাবপুর ইউপিতে ২ হাজার ৪০৯জন, ২৯ ও ৩০ অক্টোবর চর চান্দিয়া ইউপিতে ৫ হাজার ২৮২জন, ৩১অক্টোবর মতিগঞ্জ ইউপিতে ৩ হাজার ১০১জন, ১নভেম্বর আমিরাবাদ ইউপি কার্যালয়ে ৩ হাজার ৩০৮জন নতুন ভোটারের মধ্যে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্য দিয়ে চলতি বছরের কার্যক্রম শেষ হবে। সোনাগাজী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৯ হাজার ৯৭৩জন।