সেনবাগে দৈনিক ডেসটিনির সাংবাদিকের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলা

আপডেট : November, 22, 2018, 4:26 pm

আলোকিত সময় ডেস্ক->>>

নোয়াখালী সেনবাfগ উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ফিরোজ আলম রিগান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি ফখরুল ইসলাম ও তার ছোট ভাই এর উপর হামলা করেছে। ২২ শে নভেম্বর বৃহস্পতিবার বেলা

১২ ঘটিকার সময় ঘটনাটি ঘটে। এ সময় তারা স্থানীয় ছমীর মুন্সীর হাট বাজারে দুটি দোকান লুটপাট করে। তাদের হামলায় দোকানদার সহ আরো প্রায় ৫/৬ জন আহত হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় দুপুর ১২ টার দিকে ছাত্রলীগ এর সাবেক সভাপতি রিগান ও ৭নং মোহাম্মদপুর যুবলীগ নেতা গিয়াস উদ্দীন নেতৃত্বে প্রায় শতাদিক সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র সহ বাজারে মহড়া দেয়। এসময় তারা দুটি দোকান ভাংচুর করে এবং খাঁন ফার্মেসি এর ভেতরে ঢুকে দোকান এর সাটার,দরজা,তাক ভাংচুর ও দোকান এর ক্যাশ থেকে ৫০ হাজার টাকা লুটপাট করে। উল্লেখ্য দৈনিক ডেসটিনি সাংবাদিক এর বড় ভাই দিদারুল ইসলাম নোয়াখালী জেলা ছাত্রলীগ এর সাবেক সম্পাদক। রিগান ও গিয়াস একসময় তার অনুসারী ছিলেন এবং দিদার ই তাকে ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত করেন। কিছু দিন আগে থেকে রিগান-গিয়াস গং এর চাঁদাবাজি জের ধরে তাদের মধ্যে রাজনৈতিক গ্রুপিং শুরু হয়। একপর্যায়ে কিছুদিন আগে রিগান দিদার এর কাছে টাকা পাবে দাবি করে দিদার এর মোটরসাইকেল নিয়ে বিক্রয় করে দেয়। সেই থেকে এই বিরোধ আরো চরমে উঠে ঘটনার দিন রিগান স্থানীয় ছমীর মুন্সীর হাট বাজারে আসলে দিদার এর সমর্থকরা রিগান এর গাড়ি নিয়ে যায়। তখন রিগান বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্তাসী দের কে জড়ো করতে থাকে এক পর্যায়ে তারা দিদার এর দোকান এ হামলা করতে আসলে সেখানে তার ছোট ভাইদের কে পেয়ে হামলা করে। এ সময় তারা মেডিসিন দোকানে ঢুকলে সেখানেও তারা হামলা করে। উল্ল্যখ্য রিগান-গিয়াস সন্ত্রাসী-চাঁদাবাজি,ইয়াবা ব্যবসার সাথে জড়িতো। তাদের এই সকল কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।