
আলোকিত সময় ডেস্ক->>>
মহিউদ্দিন পারভেজ ফেনী ড্রাগন কারাতে এসোসিয়েশনের ৩ কারাতে প্রতিযোগী পদক অর্জন করেছে। রবিবার(২৫ নভেম্বর ) নেপালে আয়োজিত ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে (৭ দেশের প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশ নেয়। দেশগুলো হলো নেপাল, বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলংকা।
কাঠমুন্ডে ২৩-২৪-২৫ নভেম্বর অনুষ্ঠিত কাটমুন্ড আর্মড পুলিশ ক্লাবে প্রতিযোগীতা শেষে পদক তুলে দেন নেপালের ক্রীড়ামন্ত্রী দিনেশ কুমার।
বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।