দাগনভূঞায় সকাল সন্ধ্যা বিদ্যুৎ বন্ধ-চরম ভোগান্তিতে গ্রাহকরা

আপডেট : May, 2, 2019, 3:14 pm

আলোকিত সময় ডেস্ক->>>

ফেনীর দাগনভূঞা উপজেলাটি ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এতে ১৫২ টি গ্রাম রয়েছে এতে প্রায় ৩ লক্ষ মানুষ বসবাস করে । গ্রাহকদের অভিযোগ, সাপ্তাহে ২ থেকে ৩ দিন পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করার নামে সকাল-সন্ধ্যা সংযোগ বন্ধ রাখা হচ্ছে আগে থেকে অবগত অথবা মাইকিং ছাড়াই বন্ধ থাকে সংযোগ, এককালীন টাকা দিয়ে মিটার কিনলেও প্রতি মাসে ১০ টাকা করে গুনতে হচ্ছে মিটার ভাড়া। দাগনভূঞা থেকে জায়লস্কর ইউনিয়ন পর্যন্ত রয়েছে ক্লিনিক, হাসপাতাল, স্কুল-কলেজ, ব্যাংক-বীমাসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান।

দিনভর বিদ্যুৎ না থাকায় ব্যাংক-বীমায় গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে। ব্যবসায় সমস্যা হচ্ছে। দাগনভূঞা বাজার ও মোল্লাঘাটা বাজারে গড়ে ওঠা আবাসিক এলাকার বাসাবাড়ীতে বিদ্যুতের অভাবে পানিসংকটে ভুগছেন বাসিন্দারা। গত মঙ্গলবার ও বুধবার মোল্লাঘাটা হতে দাগনভূঞা পযন্ত ঘুরে দেখা গেছে, ইলেকট্রনিক পণ্যের শোরুমে দিনের বেলায়ও অন্ধকার বিরাজ করছে। একই চিত্র ব্যাংক-বীমার মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও দেখা গেছে। কোন কোন প্রতিষ্ঠানে নিজস্ব জেনারেটর চালু রখা হয়েছে। এতে পুরো উপজেলার মানুষ অতিষ্ঠ। বিদ্যুৎ না থাকলে ২ টাকার আইডি কার্ড ফটোকপি করতে ডিজেল ও জেনারেটরে খরচ হয় ২০ টাকা। এছাড়া মসজিদের মুসল্লিগণও নামায পড়তে গিয়ে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখার চরম ক্ষতি হয়। দাগনভূঞা বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ীরা জানান, আমাদের দোকানে ৪/৫ জন কর্মচারী চাকুরী করে। দিনে বিদ্যুৎ না থাকলে কর্মচারীরা বেকার থাকে তাতে আমাদের ব্যবসায় বিশাল লোকশান হয়। এ ব্যাপারে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আলোকিত সময় ২৪ ডট কমকে বলেন সরকারের নির্দেশে রমজানে নিরবিচ্ছিন্ন ভাবে যেন বিদ্যুৎ কোন সমস্যা না হয় সেজন্য লাইনে জড়কাজ চলছে লাইনের পাশে গাছের ডাল কাটছে এছাড়া বিদ্যুতের কিছু আপ র কাজ চলছে এ জন্য সাময়িক কষ্ট করতে হচ্ছে আগামী ২ দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। দাগনভূঞা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন ভরগুনা থেকে লেভার এনে ডাল কাটছি আমরা ২ মাস যাবত ৫৫০ কিঃমিঃ লাইনের কাজ করতে হলো তাই সমস্যা।